যশোরের ১২ নমুনা পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে আজ ২৩টি পজেটিভ ফল দিয়েছে; নেগেটিভ
এসেছে ১৭৪টি।
বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে সোমবার যশোরসহ মোট পাঁচটি জেলার নমুনা পরীক্ষা করা হয়। অন্য জেলাগুলো হলো- নড়াইল, ঝিনাইদহ, বাগেরহাট ও
সাতক্ষীরা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন যশোরের ৫৩টি নমুনা পরীক্ষা করে ১২টির ফল পজেটিভ আসে। আর ঝিনাইদহের ২৯টির মধ্যে চারটি, নড়াইলের ১৩টির মধ্যে
তিনটি, বাগেরহাটের ৯১টির মধ্যে চারটি পজেটিভ ফল দেয়।এদিন সাতক্ষীরার ১১ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানানো হয় যবিপ্রবি থেকে।