বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক এমপি পুতুলের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় বৃহস্পতিবার রাত ১১ টায় মৃত্যুবরণ করেছেন বগুড়া সদর সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন্নাহার পুতুল (৭২)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।জানা যায়, সাবেক এমপি পুতুল কয়েক দিন আগেই তার ছেলের চিকিৎসার জন্যে ঢাকায় গিয়েছিলেন তারপর ঢাকা থেকে আসার কিছুদিন পরেই তার মাঝে করোনার কিছু উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্যে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে যদিও তার ফলাফল এখনো আসেনি। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি আবারো অসুস্থবোধ করলে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়। এদিকে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ডা: সামির হোসেন মিশু জানান, মৃত্যুকালেও তার মাঝে করোনার উপসর্গ ছিল যদিও নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাবেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এবং রাত আনুমানিক ১১ টায় তাকে হাসপাতালে আনলে তাকে মৃত ঘোষনা করা হয়। শহরের কালীতলা হাট এলাকার বাসিন্দা সাবেক এই সাংসদ মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় এবং গুণাগ্রাহী রেখে গেছেন।