এম এ মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় করোনার মোহামারির বিপর্যয়ে বোরো ধান বাম্পার ফলনে সকলের মুখে হাসি আর ফসল তুলার খুশির মাঝে ভূলে গেছেন ভয়ংকর করোনা ভাইরাসের কথাও, নেই কোনো সামাজিক দুরত্ব, যেখানে সেখানে আড্ডা ও ঝটলা বাধতে একটু দ্বিধা বুধ করছেনা এসব এলাকার মানুষ। সকলেই আনন্দে আত্ম হারা নেই কোনো দুর্যোগ নির্বিঘ্নে কৃষকের গোলায় উঠালো ধান, সেই সাথে মূল্যও অনেকটা মানান সই বর্তমানে বাজার মূল্য বিক্রি হচ্ছে প্রতি মন ৯০০ টাকা, এরিমাঝে হাজারেরও আশংকা করছে কৃষকরা, এবছর দুর্যোগ ছাড়াই সুনালী ফসল বৈশাখী ধান হাসতে হাসতে গোলায় উঠাইলো কৃষকরা, ঝড় বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি,আগাম বন্যা, শিলা বৃষ্টি একেবারেই হতে দেখা যায়নি। দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ধান উৎপাদন হয়েছে, প্রতি একরে ৭০ থেকে ৮০ মন ধান উচ্চ ফলন হয়েছে। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনার সহিত দেশকে রক্ষা করতে হলে আগে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।