জমি বন্ধকের টাকায় ঈদ সামগ্রী বিতরণ করছেন রাবি ছাত্রলীগ নেতা

নাটোর প্রতিনিধি.
করোনা ভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে নেতাকর্মী এবং বিত্তবানদের দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে তিনি ঈদ উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করছেন। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, আলু, পেঁয়াজ ও সাবান।
শুক্রবার সকালে সরেজমীনে গিয়ে দেখাযায়, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী বাজারে প্রায় শতাধিক দ্্ুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, এ্যাড.গোলাম সরোয়ার স্বপন,সাব্বির আহম্মেদ মিঠু, এনামুল ইসলাম ইনুসহ প্রমুখ।
উল্লেখ্য,এর আগে করোনায় কর্মহীন ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিজের ২ বিঘা জমি কট রেখে ১ হাজার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে আবারো উপহার তুলে দিচ্ছেন তিনি।