সাঁথিয়ায় স্বল্প মুল্যের চাউল না দেবার অভিযোগ ডিলাশীপ বাতিল, মেম্বরের সম্মানী ভাতা বন্ধ

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় স্বল্পমল্যের চাউল না দেয়ার অভিযোগ সত্যতা পাওয়ায় ডিলারশীপ বাতিল, মেম্বরের সম্মানীভাতা বন্ধ রাখা হয়েছে বলে উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ জানান।
জানা যায়, উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বল্প মুল্যের (১০ টাকা কেজি মুল্যের) চাউলের ডিলার আঃ রবের বিরুদ্ধে হত-দারিদ্রদেরকে চাউল না দেবার অভিযোগ উঠে। ওয়ার্ডের ১৩ জন অভাবীকে ৪ বছর ধরে চাউল দেওয়া থেকে বঞ্চিত করায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারসহ কর্তপক্ষের নিকট অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা থাকায় উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ গত ৫মে ডিলার আঃ রবের ডিলারশীপ বাতিলসহ পূনরায় ডিলার নিয়োগের করা ও সাময়ীক ভাবে মেম্বরের সম্মানী ভাতা বন্ধ রাখার নিদের্শ দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব নূর মোহম্মদ জানান, উপজেলা নিববার্হী অফিসারের নিদেশে ডিলার আঃ রবকে বাতিল করায় বৃহস্পতিবার উক্তস্থানে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে