নাজিম হাসান,রাজশাহী থেকে:
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে সমাজ সেবক ও তাহেরপুর বাজারের সার কিটনাশক ব্যবসায়ী আরঙ্গজেব ডাবলুর ব্যাক্তিগত উদ্যোগে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ও শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া গ্রামে কর্মহীন ও নি¤œ আয়ের অসহায় ১৭০ মানুষ জনদের মধ্যে খাদ্য সহায়তা বিতারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ১টার সময় তাহেরপুর পৌরসভার হরিতলা বাজারের পানহাটা অবস্থিত উদায়ন ও পথিক বিনোদন সমাজ কল্যাণ সংস্থার সামনে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০জন নারী-পুরুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে খাদ্য সামগ্রীর হিসেবে ৫ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা কেজি সোয়াবিন তেল বিতরণ করেন সার কিটনাশক ব্যবসায়ী আরঙ্গজেব ডাবলুর পক্ষ থেকে উদায়ন ও পথিক বিনোদন ক্লাবের সদস্যরা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তাহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাহসী সাংবাদিক এস.এম সামসুজ্জোহা মামুন,সিনিয়র সাংবাদিক নাজিম হাসান,তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সন্দিব রায় টিংকু, পথিক বিনোদন ক্লাবের সাধারন সম্পাদক স্বজল সরকার,সদস্য সৌরভ চৌধুরী,মিঠন সরকার,অনিক সাহা,মলয় হালদার,মিঠন দাস,বাধন সরকার,মনোজ সাহা,উজ্জল হালদার,কাঞ্চন দাস প্রমুখ। এসময় ব্যবসায়ী আরঙ্গজেব ডাবলু বলেন,আমার পক্ষ থেকে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, সচেতন থাকতে হবে। এছাড়া আমার নিজ গ্রাম রামগুইয়া ও ব্যবসা প্রতিষ্টান তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিকদের অনেক বেশি আপনজন মনে করি। এবং এই ওয়ার্ডের বাসিন্দারা যাতে কেউ না খেয়ে থাকেন, সেজন্য সার্বিক খোঁজ খবর রেখে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রাখবো। আগামীতে আরো খাদ্য সহায়তা দিবেন বলে জানান তিনি