বগুড়ায় করোনা দুর্যোগ মোকাবেলায় অসহায় এবং কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। যার ধারাবাহিকতায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে কাজ করে যাওয়া জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ^াস শনিবার রাতে ৪র্থ ধাপে শহরের চেলোপাড়ায় অসহায়, কর্মহীন এবং প্রতিবন্ধি ব্যক্তিদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিজস্ব উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং জীবানুণাশক ছিটানোর পরবর্তী ধাপে সামর্থ্য অনুযায়ী নিরবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। খাদ্যসামগ্রীস্বরুপ শনিবার রাতে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে তিনি বিতরণ করেছেন ৩ কেজি চাল, ডাল, আলু, তেল, ১ কেজি ময়দা, শিশুখাদ্য এবং অন্যান্য সামগ্রী। বিতরণকালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন শুভ সাহা, সমাজসেবক শ্যামল রায়, শহর ছাত্রলীগ নেতা আসিফ শেখ, ছাত্রলীগ কর্মী আরিফ , প্রান্ত দাস, বিজন, সুজন, রাহুল, নিলয়, অবিনাশ, মুগ্ধ প্রমুখ। মানবিক এই কার্যক্রম পরিচালনা বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ^াস জানান, দেশের এই ক্রান্তিকালে সকলকে স¤িœলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই যুদ্ধ কোন দৃশ্যমান শক্তির বিরুদ্ধে নয়, তাই ঘরে থেকেই এর এই অদৃশ্য শক্তিকে পরাজিত করতে হবে।