পাবনার চাটমোহরে আরেক করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান শনিবার রাত ১১.১৮ মিনিটে করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা মূলগ্রাম ইউনিয়নের সুইগ্রাম-বামনগ্রামের রেজাউল করিমের ছেলে টাইলস্ মিস্ত্রী জহুরুল ইসলামকে পাবনার জেলার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত করে পাবনার সিভিল সার্জন। পরে জ যেহুরুলের বাড়ী এবং তার শ্বশুর বাড়ীর ১৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার রাতে ১৩ জনের মধ্যে জহুরুল ইসলামের বাবা মো. রেজাউল করিমের (৬০) রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার রাত থেকে চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বামনগ্রাম রেজাউল করিমের বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন, মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার।
রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ নিয়ে চাটমোহরে ২ জন করোনা রোগী শনাক্ত হলো।
এদিকে প্রথম করোনা (কোভিট-১৯) আক্রান্ত জহুরুল ইসলামকে উন্নত চিকিৎনার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।