প্রকাশিত শিরোনামের প্রতিবাদ ১৪ এপ্রিল মধ্যনগর ও এম এস ডিলার যুবলীগের সভাপতির পরিবর্তে সাবেক যুবলীগের সম্পাদক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার প্রকাশিত শিরোনামের প্রতিবাদ ১৪ এপ্রিল বোধবার দৈনিক অনাবিল সংবাদ পত্রিকায় মধ্যনগর ও এম এস ডিলার যুবলীগের সভাপতির পরিবর্তে সাবেক যুবলীগের সাধারন সম্পাদক মজিদ মিয়ার বিরুদ্ধে চাউল চুরির অভিযোগ। ভূলে সভাপতি পদ খবরে প্রকাশিত হওয়ায় মধ্যনগর থানার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ শিরোনাম পরিবর্তনের দাবী জানিয়েছে। উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ১০ টাকা কেজি চাউল জনবান্দব মাননীয় প্রধান মন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ও এম এস ডিলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মজিদ মিয়ার বিরুদ্ধে  অজনে ৫/৭ কেজি চাউল কম দিয়ে চুরির অভিযোগ উঠেছে।দেশে চলছে করোনা ভাইরাসের মহামারি এরমধ্যে চলছে ঘর বন্ধী অসহায়দের চাউল চুরি, যানা জায় আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই ও এম এস এর ডিলার হিসেবে দায়িত্ব পালন কালিন বিতরনে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছে সাবেক যুবলীগের সাধারন সম্পাদক মজিদ মিয়া। ক্ষমতার দাপট কাটিয়ে নিরিহ ভূক্তভোগিদের প্রতি জনের ৩০ কেজির মাধ্যে ২৪/২৫ কেজি চাউল নিয়েই বাড়িতে ফিরতে হয় মানতে হচ্ছে কার্ডধারীরা। অজনে কম দিয়ে ঠগিয়ে আসছে সহজ সরল মানুষদেরকে যুবলীগের নেতা মজিদ মিয়া, নিরিহ ভূক্তভোগিরা দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করলে যুবলীগের নেতা মজিদ মিয়া ভূক্তভোগির কার্ড কেটে দিবে ও ভয় বিথীর হুমকি প্রদর্শন করারও অভিযোগ পায়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হুসেন এর কাছে জানতে চাইলে, তিনি জানান আমি সামাজিক মাধ্যম ফেসবুকে অজনে কম দেওয়ার বিষয়টি দেখে কার্ডধারীর সাথে কথা বলি, তারা কম দেওয়ার অভিযোগ করেছে, এর সত্যতা পাওয়া গেলেও আমার কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। আরও জানা যায় ১৪ এপ্রিল মঙ্গল বার মধ্যনগর খাদ্য কর্মকর্তা অভিনাশ চন্দ্র দাস চাউল বিতরনের দুর্নীতির অভিযোগে সরজমিনে তদন্ত করে প্রতিনিধিকে জানান, অনিয়ম দুর্নীতির সত্যতা পাওয়া গেছে তবে নেতা কর্মীর সুপারিশ রয়েছে, আমি উপজেলা কর্মকর্তার সাথে কথা বলে তদন্ত রিপোর্ট দাখিল করবো। দায়ীত্ব প্রাপ্ত টেক অফিসার কার্তিক পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, চাউল বিতরনের বিষয়টি আমাকে অবগত না করেই বিতরন করিতেছে, দুর্নীতির বিষয়টি মধ্যনগর ওসি এল এস ডি আমাকে ১২ এপ্রিল রবিবার অবগত করলে সোমবার  ৯০ বস্তা চাউল আমি উপস্তিত থেকে বিতরন করি এবং এর আগে কিছু জানিনা। ডিলার মজিদ মিয়াকে মুটোফোণে এব্যপারে জানতে চাইলে সে প্রতিনিধিকে প্রশ্নের উত্তর না দিয়ে তার সাথে দেখা করতে বলেছে ।