সমাজকল্যাণ মন্ত্রীর তহবিল থেকে লালমনিরহাটে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বৃহস্পতিবার ১৬ এপ্রিল লালমনিরহাটের ২ আসন (আদিতমারী-কালীগঞ্জ)’র এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের তহবিল থেকে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দিন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হকের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবার গুলোর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাহিরতাহু, এবং আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ নেতাকর্মীসহ স্থানীয় সমাজ সেবকগন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহম্মেদ বলেন, বর্তমান সারকারের নির্দেশে অধীনস্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর তহবিল হতে এই সরকারী বরাদ্দ করোনা ভাইরাস মোকাবেলায় দরিদ্র মানুষজন কর্মহীন হয়ে পড়ায় বিতরণ শুরু করা হয়েছে। যতদিন করোনা ভাইরাস মোকাবেলা করা হবে ততদিন পর্যায়ক্রমে এ বিতরণ অব্যহত থাকবে।