নির্মলেন্দু সরকার বাবুল
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে ওএমএস ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে । বৃহস্পতিবার পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ডিলার বিপ্লব কৃষ্ণ রায় এর মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, খাদ্য কর্মকর্তা মোঃ শিবলী নোমান,সাংবাদিক ধ্রুব সরকার, বিজন কৃষ্ণ রায়, রিফাত আহমেদ রাসেল, রাজেশ গৌড় প্রমুখ। খাদ্য কর্মকর্তা শিবলী নোমান বলেন, পৌরসভায় একজন ডিলারের মাধ্যমে সপ্তাহে তিনদিন দুইশত জনের মধ্যে প্রতিজন পাঁচ কেজি করে তিনদিনে তিন হাজার কেজি চাল বিতরন করা হবে। ডিলার বিপ্লব কৃষ্ণ রায় বলেন, পৌর শহরে লোক সমাগম বেশী থাকায় প্রতিদিন চার থেকে পাঁচশত জন লোক লাইন ধরে। তা থেকে দুইশত জনের মধ্যে চাল বিক্রি করা হয়। এতে করে সকলের চাহিদা পুরন করা সম্ভব হয় না। প্রতিদিন চারশত জনের মধ্যে চাল বিক্রি করতে পারলে সকলের চাহিদা পুরন করা যেত। এ ব্যাপারে প্রশাসনের প্রতি চাল বিক্রির সংখ্যা বাড়ানোর জন্য জোড় দাবী জানান।