চাটমোহর প্রেসক্লাব করোনা ভাইরাস কোভিট-১৯ পীড়িত মানুষের পাশে

ভাবৈশ্বিক মহামারি ও মহাদুর্যোগ সৃষ্টি করেছে করোনা কোভিড-১৯ ভাইরাস। সামাজিক দূরত্ব বজায় রেখে এবার মাঠে নেমেছে চাটমোহর প্রেসক্লাব। দুস্থ্য ও কর্মহীন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহ কিংশুক।
চাটমোহর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে অসহায় পাঁচ শতাধিক দুস্থ্য ও কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চাটমোহর প্রেস ক্লাব। গণজমায়েত এড়াতে ও
সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার দুপুরে দৈনিক চলনবিল অফিস (জিরো পয়েন্ট) থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, চাটমোহর প্রেস ক্লাব থেকে প্রথম দফায় ৫০০ জন সদস্যের মাঝে চাল, ডাল, সরিষার তেল, আলু, লবন ও একটি করে সাবান দুস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ
করেছি। ক্যাটাগরি অনুযায়ী পর্যায়ক্রমে চলবে। তিনি আরো জানিয়েছেন, সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোস্যাল মিডিয়ার যুগে সবাইকে এই যুদ্ধে এগিয়ে আসার অনুরোধ করেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহ কিংশুক বলেন,
দিনমজুর, ভ্যান চালক এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের হাতে আমরা আমাদের সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, যাদের সামর্থ্য
আছে তারা অন্তত একটি পরিবারের পাশে দাড়ায় । সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মোকাবিলা করি। নিজে ঘরে থাকি। নিজে সুস্থ্য থাকি অপরকে সুস্থ্য রাখী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাস্টার(ভোরের ডাক, চাটমোহর সংবাদদাতা), বকুল রহমান(ভোরের কাগজ, চাটমোহর প্রতিনিধি), শিমুল বিশ্বাস(আমার সংবাদ,চাটমোহর প্রতিনিধি), খন্দকার ইত্তেখার
আহম্মদ টুটুল(বাংলাদেশ প্রতিদিন, চাটমোহর প্রতিনিধি), বিপ্লব আচার্য্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আতংকিত নয় সতর্ক ও সচেতন থাকুন।