নেত্রকোনার দুর্গাপুর বালু মহালে নেই লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে থাকলেও নেত্রকোনার দুর্গাপুর বালু মহালে নেই লকডাউন। দুর্গাপুর পৌর এলাকায় বাজারগুলো ‘লকডাউন’ শহরে পরিণত হওয়ার কথা থাকলেও
অনেকেই মানছেননা এই আইন,শতশত মানুষ অ-প্রয়োজনে অ-কাজে করছে ঘোরাফেরা অনেক দোকান খোলা রেখেছে। উপজেলার বড় বড় বাজার গুলোতে খোলা রাখা দোকানে ক্রয় ও বিক্রয়ের জন্য সারি সারি ঘেষাঘেষি
করে রয়েছে ক্রেতা ও বিক্রেতারা। পুলিশ নিয়মিত টহল দিলেও গুরত্ব
দিচ্ছেনা কেউ এই আইনকে।
অন্যদিকে উপজেলায় ৫টি বালু মহালে চলছে নিয়মিত শ্রমিকদের
শ্রম,হাজারো শ্রমিক ঘেষাঘেষি করে রাতদিন চালিয়ে যাচ্ছে তাদের বালু উত্তোলনের কাজ। সেখানে নাই লকডাউন বা প্রশাসনিক নিষেধাজ্ঞা,সেখানে যাওয়া আসা বা নিষেধাজ্ঞার বার্তা পৌছে
দেয়নি প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সেখান থেকে ট্রাক লোড করে শতশত গাড়ীচালক ও হেলপাররা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে পুনরায় বালু মহালে
ফিরে এসে শ্রমিকদের সাথে মিশছে এতে করে কি করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই ? তাহলে সেখানে নাই কেন লকডাউন বা
নিষেধাজ্ঞার বার্তা। এদিকে একটি মহল বলেন বালু মহালে নিষেধাজ্ঞার বার্তা পৌছে না দেওয়ার পেছনে রয়েছে জানা-অজানা গল্প ।
সবমিলিয়ে সরকার ঘোষিত আইন শতভাগ বাস্তবায়নের জন্য দুর্গাপুর উপজেলায় সেনা বাহিনীর আগমন জরুরী বলে মনে করছেন সচেতন মহল।