ফিরে যাই নিজ গৃহে

এতটা আতংক কবে হয়েছিল পৃথিবীতে?

স্পেন থেকে আমেরিকা, দিল্লি কিংবা ইতালি,  
ফ্রান্স বা চীন। সর্বত্র যেন মৃত্যু নগরী।থমকে গেছে যেন সব।  আহাজারি আর আহাজারি ।

গাড়ীর চাকা ঘোরেনা। কলকারখানায় শব্দহীন

গৃহবন্দি মানুষ। শুধু ছুটছে লাশের কফিন।

আতংক যেন ধেয়ে আসছে সাগর পেরিয়ে।

লাশের স্তূপে ঢাঁকা পড়ছে বড় শহরগুলো।

এত আতং কবে দেখেছে পৃথিবী?

মরছে মানুষ। বাড়ছে ক্ষুধা।

এমন দৃশ্য যেন না আশে প্রিয় স্বদেশে।

ফিরে যাই নিজগৃহে। বাঁচি নিয়ম মেনে

 যেন গ্রাস না করে সবখানে

ঐ মৃত্যু নগরীর কফিন গুলো।।