নাটোরের সিংড়ায় পৌর এলাকায় চলাচলরত
রিকশা,ভ্যান,সিএনজি,ভুটভুটি চালকদের ঘরে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেল নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস কে ।সোমবার ভোর থেকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মেয়র একায় অবস্থান নেন এবং রাস্তায় চলাচল রিকশা ভ্যান সিএনজি ভুটভুটি দেখামাত্র দুই হাত করজোরে রেখে অনুরোধ করছে থামানোর জন্য । চালকরা গাড়ী থামালেই করোনা ভাইরাসের
ভয়বহতা বর্ণণা করে সচেতনতা জন্য বাসায় থাকার জন্য হাতজোড় করে বারংবার অনুরোধ করছে । ভাইরাসের ভয়াবহতা উপেক্ষা করে
চালকরা কেন বের হচ্ছে সেটার অভাব অভিযোগ শুনছে । সঙ্গে সঙ্গে নোটবুকে নাম ঠিকানা মোবাইল নম্বর রেখে ।পরিবারের সদস্য গুনে হাতে ধরিয়ে দিচ্ছে ১০ দিনের চাল,ডাল,ময়দা,লবণ,পেঁয়াজ,আলু
,তেলের বোতল । পরিবারে কেউ অসুস্থ থাকলে প্রয়োজনীয় ঔষুধ ।হাতখরচের যৎসামান্য টাকা ।দিনমজুর পরিবারের দুগ্ধপোষ্য শিশু
থাকলে শিশুর দুধ,সুজি, বার্লিসহ শিশুখাদ্য তুলে দেয়া হচ্ছে ।
চালকরা এসব সামগ্রী পেয়ে অক্সঙ্গীকার করছে তিনিসহ তাঁর উপর নির্ভরশীল পরিবারের কেউ বাহিরে যাবেনা । বাসায় থাকবে ।
সিংড়ার পৌর মেয়রের মেয়রের উদ্যোগকে ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি ফিরেছে দিনমজুর পরিবারগুলোতে ।রিকশাচালক আলাউদ্দীন ,ভুটভুটি চালক নূরু মিয়া ,ভ্যানচলক রশীদ জানান,করোনা ভাইরাসের খবর আমরা টিভিতে রেগুলার দেখি । ভয় তো আমারেই লাগে ।জীবন বাঁচানো ফরজ ।কিন্তু কি করবো অভাব ।এখন অভাব পূরণ
হয়েছে । রাস্তায় নামবো কেন ? সিংড়া পৌরবাসী এ স্বাগত জানিয়েছেন ।
এ প্রসঙ্গে নাটোরের সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফোরদৌস বলেন, বর্তমান করোনাভাইরাস মোকাবেলায় আপনাদের
জন্য পৌরসভার পক্ষ হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।
অভাবপূরণ করাও একটা বাস্তবমূখী বাস্তবধর্মী পদক্ষেপ । একজন দিনমজুর তো বাধ্য হয়েই পথে নামছে ।আইসিটি প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলক নির্দেশ সিংড়ায় কোন প্রকৃত দিনমজুর পরিবার যেন অর্ধাহারে অনাহারে না থাকে ।অনেক শ্রমজীবী মানুষ আছে দিন আনে দিন খাই । কিন্তু তাদের মধ্যে অনেকে আÍসম্মান বোধের কারণে না খেয়ে থাকবে তবুও কারো কাছে সাহায্য সহযোগিতা চাইবে না । সেই সব পরিবারের কথা ভেবে এ আয়োজন ।আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা কামনা
করছি।আকুল আবেদন, দয়া করে সবাই বাসায় থাকুন। নিজে সচেতন হোন, নিজে নিরাপদে থাকুন,অপরকে নিরাপদ রাখুন।
এদিকে তিনি সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় জনগনকে ঘোরাফেরা করতে দেখে সচেতন করেন, সকল নাগরিক,
শ্রমিকদের ঘরে থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানান। অপরদিকে
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরামর্শে পৌর এলাকায় চলো পরিবহণে বাড়ি বাড়ি চাহিদা মোতাবেক পণ্য
সরবরাহ সেবা নিশ্চিত করা হচ্ছে। মেয়র নিজে ঝূকি নিয়ে পৌরবাসির সেবায় চলো পরিবহণে পণ্য ক্রয় করে বাড়িতে পৌছে দিচ্ছেন। গত কয়েকদিনে পৌর এলাকার শতাধিক মানুষ এ সেবা পেয়েছেন।