সুন্দরগঞ্জে ৩৬ ঘন্টায়ও খুনের সন্ধান মেলেনি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ভাড়াটিয়া ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাসানুর রহমান খুনের সন্ধান ৩৬ ঘন্টায়ও মেলেনি। পুলিশ বাসার মালিক মহসিন মিয়ার ছেলে পৌর ছাত্রলীগের আহবায়ক মাইদুল ইসলামসহ অপর তিনজন ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। গত রোববার কে বা কাহারা তাকে খুন করে ঘরের ভিতরে ফাঁসের মধ্যে ঝুঁলে রেখে চলে যায়।
দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সোমবার মর্গে পাঠানো হয়েছে। নিহত হাসানুর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি গ্রামের নজির হোসেনের ছেলে। সে গ্লোব ফার্মাসিটিক্যালের বিক্রয় প্রতিনিধি হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত ছিল। গত একমাস পূর্বে সে মহসিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। এ ঘটনায় নিহতের বাবা নজির হোসেন বাদী অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেছে।