ভাঙ্গুড়ায় আগুনে পুড়লো জমির পাকা গম


পাবনার ভাঙ্গুড়ায় অসাবধানবশত আগুন লেগে তিন বিঘা জমির পাকা গম আগুনে পুড়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ওই মাঠের একজন কৃষকের জমিতে গমের ডাটা পড়ানোর সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতি রবিশস্য মৌসুমে সুলতানপুর গ্রামের মাঠে শতাধিক বিঘা গম আবাদ করা হয়েছে। মাঠের অধিকাংশ জমির গম পেকে গিয়েছে। এরই মধ্যে অনেক কৃষক গম কাটা ও মাড়াই শুরু করেছেন। গত পরশুদিন ওই মাঠের কৃষক শাহাদাত হোসেন তার জমির গম কেটে নিয়ে যান। পরে আজ সোমবার সকালে তার জমির গমের ডাটা পুড়িয়ে দিতে আগুন লাগিয়ে দিয়ে বাড়ি চলে যান। এক পর্যায়ে আগুন আশেপাশের পাকা গমের জমিতে ছড়িয়ে পড়ে। এসময় গ্রামের বাসিন্দারা টের পেয়ে মাঠে গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই তিন বিঘা জমির পাকা গম আগুনে পুড়ে যায়। এতে অন্তত ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতির শিকার হয় ক্ষতিগ্রস্ত জমির মালিক ৪জন কৃষক। তবে ক্ষতিগ্রস্ত ওই চার কৃষক এ বিষয়ে কারো কাছে কোনো অভিযোগ করেননি।

সুলতানপুর গ্রামের ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো কৃষকের অভিযোগ পাইনি।