করোনা নিয়ে গোটা বিশ্ব আতঙ্কিত। অথচ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার দুর্গোম চরাঞ্চলবাসি জানে না করোনা কি। যোগাযোগ মাধ্যম রেড়িও,
টিভি, ফেসবুক, প্রচারণা না থাকায় আজও করোনা সম্পর্কে ধারণা নেই চরবাসির। সে কারণে করোনা ভাইরাস নিয়ে নেই কোন ভাবনা তাদের। কথা উপজেলার হরিপুর চরের সালেহা বেগমের সাথে। তিনি বলেন, আমরা তো করোনা নিয়ে কিছু
জানি না। তিনি আরও বলেন, আমাদের চরে তো রেড়িও, টিভি নাই। ইউনিয়ন পরিষদ
হতে মাইকিং করার বিষয়ে জিজ্ঞাস করলে তিনি বলেন এখন পর্যন্ত মাইকিং শোনা
যায়নি। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, চরের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় এখন পর্যন্ত গোটা ইউনিয়নে মাইকিং
করা সম্ভব হয়নি। তবে গ্রাম্য চকিদার, দাফদার মারফত প্রতিটি গ্রামে গ্রামে
জানানো হয়েছে এমনকি মসজিদে মসজিদেও জানানো হয়েছে। উপজেলা
নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, সকল ইউপি চেয়ারম্যানকে
করোনা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখার পরামর্শ
প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার
আশরাফুজ্জামান সরকার জানান, উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ২৮
জন বিদেশ ফেরতের মধ্যে ২৬ জন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে এবং বাকি ২
জন আইসোলুসন কেন্দ্র দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে রয়েছে।