তিন নির্মাতার চলচ্চিত্র নিয়ে সিরাজগঞ্জ চলচ্চিত্র উৎসবের প্রথম আসর


প্রথমবারের মত যমুনা বিধৌত সিরাজগঞ্জে জমে উঠছে চলচ্চিত্র উৎসব।  সিরাজগঞ্জের অগ্রসর তিন নির্মাতার চলচ্চিত্র নিয়ে সিরাজগঞ্জ চলচ্চিত্র উৎসবের প্রথম আসর বসবে আগামী এপ্রিলে। উৎসবে দেখানো হবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত তিনটি ভিন্ন ধারার চলচ্চিত্র।  চলচ্চিত্রগুলো যথাক্রমে ফুয়াদুজ্জামান ফুয়াদের ” তবে কি পালায়নই মঙ্গল” , সাদি সামিউম কল্পর ” দ্য সিগারেট ” এবং আহমেদ সাব্বিরের ” দ্য রেইন ইজ ফোরকাস্ট।”
প্রাথমিক ভাবে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উৎসবের পর্দা ওঠার কথা রয়েছে তবে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি অবনতির উপর ভিত্তি করে দিন তারিখ পরিবর্তীত হতে পারে। সিরাজগঞ্জ চলচ্চিত্র উৎসবের প্রথম আসরে কেবল সিরাজগঞ্জের নির্মাতারা অংশগ্রহণ করলেও   অদূর ভবিষ্যতে এই উৎসবের পরিধি বাড়বে এবং খুব শীগ্রই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রূপ নেবে বলে আশাবাদ উৎসব কর্তৃপক্ষের।  

সুধাসাগর ছায়াছবি
আহ্বায়ক, সিরাজগঞ্জ চলচ্চিত্র উৎসব