আটঘরিয়ায় সরিষা ও মসুর ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বøক (প্রদর্শণী) এর মাঠ দিবস গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া পৌরসভার বøক এর এসএমই বঙ্গবন্ধু স¦র্ণপদক প্রাপ্ত কৃষক মো. আব্দুল খালেকের আঙ্গিনায় অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তদেন উপপ্রকল্প পরিচালক (কৃষক পর্যায়ে) ড. ফুয়াদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) ড.এস.এম হাসানুজ্জামান, অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক (মনিটরিং) কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার রোখশানা কামরুন্নাহার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকি, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল হাসান, বঙ্গবন্ধু স¦র্ণপদক প্রাপ্ত কৃষক মো. আব্দুল খালেক, শ্রী বিপ্লব কুমার সেন, আদর্শ কৃষক মো. দুলাল মৃধা। অনুষ্ঠনটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী।