ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক)’ নির্বাচন ছাড়াই ফলাফল ঘোষণা করেছে। বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় পরিষদের প্রধান নির্বাচন কমিশনার হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে, বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী পরিষদ-২০২০ এ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি করে মনোয়নয় পত্র জমা পড়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহকে সভাপতি ও বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ৩১ ডিসেম্বর নতুন কমিটির ঘোষণা দেনকেন্দ্র পরিষদ। এদিকে কিছু শিক্ষক পরিষদ থেকে বেরিয়ে এসে গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করে।