ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে চোরাই গরু জবাই করে বিপাকে পড়েছেন এক কসাই। গরুর মালিকের অভিযোগে তাকে যেতে হয়েছে থানা হাজতে।
শুক্রবার সকালে উপজেলার কৃপালপুর গ্রামে লালু কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কৃপালপুর গ্রামের লালু কাজীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের মাংসের দায়িত্ব নেন হাটফাজিলপুর গ্রামের কসাই মনিরুল ইসলাম। সেই মোতাবেক তিনি শুক্রবার সকালে লালু কাজীর বাড়িতে দুটি গরু জবাই করেন। কিছুক্ষণ পরই সেখানে হাজির হন চুরি হয়ে যাওয়া গরুর মালিক ফলিয়া গ্রামের জাহিদ হোসেন। তিনি দাবি করেন, জবাই করা গরুটির মালিক তিনি। দুইদিন আগে তার গরুটি চুরি হয়। পরে হাটফাজিলপুর ক্যাম্পে অভিযোগ দিলে পুলিশ কসাই মনিরুলকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে।
তবে কসাই মনিরুল দাবি করেন, তিনি শৈলকুপার হাবিবপুর পশু হাট থেকে গরুটি ক্রয় করেছেন। যার সমস্ত কাগজপত্র তার কাছে রক্ষিত।
হাটফাজিলপুর ক্যাম্পের এএসআই মাসুদ জানান, বিয়ে বাড়িতে চোরাই গরু জবাই করার অভিযোগে মনিরুল নামের এক কসাইকে আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।