সুন্দরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপকরণ, বৃত্তি ও ক্রীড়া সামগ্রী প্রদান



গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা কমিউনিষ্ট পাটির সভাপতি নুরে আলম মানিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি দয়াল ডোম প্রমূখ। পরে অতিথিবৃন্দ উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করেন। জানা গেছে, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৪৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে প্রাথমিক স্তরের ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ১৪৯ জনকে শিক্ষাবৃত্তি, মাধ্যমিক স্তরের ৫১ জন, উচ্চ মাধ্যমিক স্তরের ১০ জন ও উচ্চ শিক্ষায় অংশ গ্রহণকারী ৮ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৩০ জন শিক্ষার্থীকে বাই সাইকেল এবং ডোম সম্প্রদায়কে একটি ভ্যানগাড়ি বিতরণ করা হয়। উপকরণ পেয়ে মহা খুশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।