নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকা থেকে লুঙ্গি পরিহিত অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে চারটার দিকে মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার দেওয়ানপাড়া সিটি গেট ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির মরদেহ এর উপর দিয়ে অনেক যানবাহন চলাচল করায় লাশের আকৃতি চেনা যায়নি। একাধিক গাড়ি চলাচল করার কারনে লাশটি ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মাসুদ রানা। এ তথ্য নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, রোববার দিনগত রাত সাড়ে চারটার দিকে দেওয়ানপাড়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর একটি লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কখন কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের উপর দিয়ে অনেক গাড়ি চলাচল করায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ কারণে তার মুখ অবয়ব বা আকৃতি চেনা যাচ্ছেনা। তবে লাশের মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য ময়নাতদন্ত করা হবে। ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত তথ্য জানা যাবে। এবং প্রথমিক ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে কাটাখালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।#