বগুড়া সদরের নুনগোলার বিশিষ্ট ব্যবসায়ী সায়েদের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানব বন্ধন


বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী সায়েদের সকল হত্যাকরীদের গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবীতে নিশিন্দার ইউনিয়নের বার পুরে বগুড়া – নামুজা রোডে ১/২ হাজার নারী পুরুষের সমন্বযে কাঠ মালিক, শ্রমিক ও এলাকার সচেতন এলাকাবাসীদের আয়োজনে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়

মানব বন্ধনে সায়েদের ছোট ভাই শাহ আলম জনি বলেন, আমার ভাই ছিল নিষ্পাপ। তার কোন দোষ ছিলনা, তাকে অন্যায় ভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ও সমাজের ধিকৃত ব্যক্তি নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল, জনি, শান্ত ও তার দোষরেরা আমার ভাইকে নিঃশংস ভাবে দেশি – বিদেশী অস্ত্র দিয়ে ২৪ জানুয়ারী বেলা ১২ টায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছ’ মিলে অনধিকার প্রবেশকরে তাকে হত্যা করে। পুলিশ ১ ঘন্টার ব্যবধানে রুবেল ও শান্তকে গ্রেফতার করে বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য শান্তিপূর্ণ মানব বন্ধন থেকে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়। সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আল আমিন পেস্তার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম টম্পী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। মানব বন্ধনে ১/২ হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন