সাংস্কৃতিক কর্মীরা সব সময় দেশের সকল কর্মকান্ডে সম্পৃক্ত থাকে। কারণ একটি দেশে সংস্কৃতি বিশ্বের দরবারে নিয়ে যারা উপস্থাপন করে তারাই হচ্ছে সাংস্কৃতিক কর্মী। অনেক ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা দেশের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্মান বয়ে আনে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আগ্রহী হওয়ার জন্য কালজয়ী বিভিন্ন রকম সংগীত পরিবেশন করেছেন। যেমন উল্লেখ যোগ্য শিল্পী আব্দুল জব্বার, খুরশীদ আলমসহ অনেক শিল্পীদের গান মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অনুপ্রেরণা যুগিয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি নিজে বিভিন্ন প্রবন্ধ, কবিতা রচনা করেছেন। গতকাল পাবনা জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) পাবনার দ্বিবার্ষিক সম্মেলন ২০২০ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী সংসদীয় কমিটির সদস্য, পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এ সব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের প্রেসিডিয়াম মেম্বর মো. আকমল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের প্রেসিডিয়াম মেম্বর ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের প্রেসিডিয়াম মেম্বর ফেদৌস আলম মুকুল, পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, পাবনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদতক তৌফিকুর আলম তৌফিক, বিশিষ্ট সমাজ সেবক রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এস.এম ইকবাল, কামারউল্লাহ সরকার কামাল, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মহসিন আলম। প্রথম পর্বে আলোচনা, সাংস্কৃতিক, উদ্বোধনীর মধ্য দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের অংশগ্রহণে সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) আবুল কাশেমকে পাবনা জেলা শাখার সভাপতি, কার্যকরি সভাপতি অধ্যক্ষ এনামুল হক টগর ও সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।