সঞ্জু রায়, বগুড়া:
আসন্ন ২০২৫ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুড়া শেরপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপী উত্তরবঙ্গের সর্বপ্রথম হজ্জ ট্রাভেলস্ এজেন্সি সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল এর আয়োজনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরেন সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল ও মেসার্স সায়েম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান।
এসময় তিনি বলেন, ২০২৫ সালে সম্ভাব্য তারিখ ৫ই জুনে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে ২৯ এপ্রিল থেকে হজ্বের আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হবে। বিগত সময়ে পাসপোর্ট জটিলতাসহ নানা তথ্য বিভ্রান্তিতে হজ্জ পালনের জন্যে যেতে পারেননি অনেক সম্মানিত হাজীরা। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে এই মতবিনিময় সভার আয়োজন করছেন। তিনি সকলকে প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট এর মেয়াদের বিষয়ে সতর্ক করে সভায় বিস্তারিত অবগত করেন। একই সাথে সঠিকভাবে হজ্জ পালনের বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণও প্রদান করেন আব্দুল মান্নান। তিনি বলেন, হজ্জ একটি পবিত্র বিষয় এবং সেবক হিসেবে তাদের কাছে ঈমানি দায়িত্ব। প্রতিটি হাজী ৫ ওয়াক্ত নামাজ যেন মসজিদে হারামে আদায় করতে পারে সেটি তাদের প্রথম প্রতিশ্রুতি। এছাড়াও পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে তাদের নিজস্ব স্থায়ী আবাসন ব্যবস্থায় তারা প্রায় ৩ যুগ ধরে অভিযোগ ছাড়া মুসল্লীদের হজ্জ পালনে সহায়তা করে যাচ্ছেন যে ধারাবাহিকতা সামনেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও সায়েম ট্রাভেলস এর মাধ্যমে যেকোন সময় সুষ্ঠু ব্যবস্থাপনায় ওমরাহ পালনের জন্যেও হাজীদের আমন্ত্রণ জানান তিনি।
রেজাউল করিম মন্ডল সুরুজের ব্যবস্থাপনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, অধ্যাপক জিল্লুর রহমান, ডা: আবুল কাশেম মীর, আব্দুল হাই, নওয়াব আলী, ওহেদুল রহমান, হায়দার আলী, মাস্টার ছমির উদ্দিন, মোবারক আলী, সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল এর পরিচালক আব্দুর রব রায়হান ও রাকিব রেদওয়ান, জুয়েল আহমেদ প্রমুখ।
এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে আয়োজক প্রতিষ্ঠানের ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা।