অজোপাড়া গ্রামগুলো শহরে রূপান্তরিত করা হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অজোপাড়া গ্রামগুলো শহরে রূপান্তরিত করা হবে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নে পশ্চিম ভোগডোমা কালীতলা মহাশ্মষানের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ৪ জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার উপস্থিত ছিলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের অর্থায়নে একই ইউনিয়নে ২৬ লক্ষ টাকা ব্যয়ে ঘোড়াবান্দ ডাংগাপাড়া মোড় থেকে দক্ষিণপাড়া মোড় ভায়া ডা: আব্দুর রহমান পাড়া পর্যন্ত এইচবিবি ৪৯০ মিটার রাস্তা ভিত্তি প্রস্তর ও ১৯ লক্ষ টাকা ব্যয়ে নয়ন মেম্বারের বাড়ির পশ্চিমে বিন্যাকান্দর ইহসানুল হকের জমির কোনায় ২৪ ফুট দৈঘ্য ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।
প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী সেই লক্ষ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছেন। অজোপাড়া গ্রামগুলোর ধর্মিয় উপাশনালয় কবরস্থান-শ্মশান, শিক্ষা প্রতিষ্ঠান, মাটির রাস্তা পাকা করন এবং ব্রীজ-কালভাট গুলো অগ্র্র্র্র্র্র্র্রাধিকার ভিত্তিতে নির্মান প্রক্রিয়া ”লছে।