ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঃ
‘এবারেই প্রথম সরকারি গুদামে ধান সরবরাহ করতে পেরে আমি খুশি’। ঈশ্বরদী খাদ্য গুদামে আমন মৌসুমে চাউল ও ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে উমিরপুর গ্রমের কৃষক তৌফিকুর রহমান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ. ক্ষুধা হবে নিরুদ্দেশ-কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ শ্লোগানে মঙ্গলবার সকালে ঈশ্বরদী খাদ্য গুদামে চাউল ও ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঈশ্বরদীর ইউএনও শিহাব রায়হান। সভাপতিত্ব করেন সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম ও উপজেলার মুলাডুলি খাদ্য গুদাম ব্যবস্থাপক ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চাউল-কল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক জুলমত হায়দার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদকআবদুল বাতেন প্রমুখ। মৌসুমে ফেব্রুয়ারী পর্যন্ত ঈশ্বরদী এলএসডিতে ২,৯২০ মেট্রিক টন চাউল ও ২১৭ মেঃটন ধান এবং মুলাডুলি সিএসডিতে ২,৯২০ মেট্রিক টন চাউল ও ২১৮ মেঃটন ধান সংগৃহিত হবে।
ইউএনও শিহাব রায়হান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবারে কৃষকদের নিকট হতে স্বচ্ছভাবে লটারির মাধ্যমে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে।