রজশাহীতে ঋত্বিক ঘটকের ভিটায় হেরিটেজ করতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

রাজশাহী মহানগরীর মিঞাপাড়া অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষার জন্য হেরিটেজ হিসেবে ঘোষণা করার দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল ১০টায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এর মাধ্যমে রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) এ স্মারকলিপি প্রদান করেন। এ স্মারকলিপিতে বলা হয়েছে,রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা রয়েছে। মহানগরীর মিঞাপাড়া সাধারণ গ্রন্থাগারের পাশে যেখানে এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে সেটাই মূলত ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। ১৯৮৯ সালে নামমাত্র মূল্যে রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ইজারা দেয়া হয়। এই বাড়িতেই রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে ওঠে। কলেজটির কর্তৃপক্ষই এখন বাড়িটি ব্যবহার করছে।