নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া গ্রামে আদিবাসী পল্লী অবস্থিত। শীতে ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক এই জাতি গোষ্ঠীর মানুষের পরিধানের জন্য নেই ভাল গরম কাপড়। বিপর্যস্ত হয়ে পড়েছে পল্লী।
সেই শীতের প্রকোপ থেকে তাদের বাঁচাতে কম্বল নিয়ে আদিবাসী পল্লীতে ছুটে গেলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। বুধবার দুপুরে উপজেলার শিশু ও বয়স্কদের “স্বপ্নদ্বার” শিক্ষা স্কুল ক্যাম্পাসে আদিবাসীদের হাতে ওই কম্বল তুলে দেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।