মধ্যনগর বাঙালবিটায় শুভ বড়দিনে এম পি রতন যাত্রায় পথে পথে সভা

সুনামগঞ্জের মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বাঙালবিটায় জিষ্ণু কৃষ্ট ধর্মলম্বি খৃষ্টানদের শুভ বড়দিন উপলক্ষে এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বুধবার সন্ধ্যা ৬ টায় প্রধান অতিথি হিসেবে বড়দিন উৎসবে অংশ গ্রহন করেন। তিনি দুপুর ১২ টায় মধ্যনগর উদ্বাখালি নদীর ব্রীজ পরিদর্শন শেষে ঠিকাদারের দায়িত্ব প্রপ্ত ম্যানেজারকে পরিকল্পিত ব্রীজ দ্রুত কাজ শেষ করার নিদ্দেশ দেন। এরপর বাঙালবিটা গারো হাজং আদিবাসীদের বড়দিন উৎসবের আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেন। এবং পথযাত্রায় চামরদানী উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে বিদ্যালয়ে ৬ তলা ভবন নির্মাণের আর্শাস দেন। এর মধ্যে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন চৌরাস্তা, নতুন বাজার পথ সভায় এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে জনগণের সাথে মতবিনিময় করেন ,উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন  মহিষখলা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দলের দীধাদন্দ ভুলে দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের পরামর্শ দেন। এসময় সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান,  মধ্যনগর থানা আওয়ামীলীগের নেতা আঃ শহীদ আজাদ, নেহার উদ্দিন, কুতুবউদ্দিন তালুকদার,অমরেশ চৌধুরী রায়,শেখ মোঃ আলী হোসেন,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,মাহবুব আলম মন্জু,সাবেক ছাত্র লীগের সভাপতি পারভেজ আহমেদ, প্রদীপ চন্দ্র সরকার,প্রমুখ।