রাজশাহী মহানগরীতে অবৈধ বালুরঘাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ। একই সাথে পদ্মা নদীর মাঝ দিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এছাড়া পদ্মানদীর বক্ষে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং অবৈধ বালু ঘাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টিংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, স্বাধীনতা চর্চা কেন্দ্র এর আহবায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, উপদেষ্টা আবু সুফিয়ান বাবু, সদস্য আসাদুল হক দুখু, আমিনুর রশিদ খান রুবেল প্রমুখ। এসময় বক্তরা বলেন, পদ্মা নিয়ে খেলা ও ব্যবসা করা বন্ধ করেন। রাজশাহীর পরিবেশকে সুস্থ্য রাখতে আমাদের সকলকে কাজ করতে হবে। পদ্মাকে হত্যা করা যাবে না। মানববন্ধন শেষে পদ্মা নদী বাঁচানোর জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।