জিলাপি খুব পছন্দ মৌসুমী হামিদের । আনিসুর রহমান মিলন প্রতিদিন তার জন্য জিলাপি নিয়ে হাজির হয়। কারণ সে মেয়েটিকে পছন্দ করে। তাতেই প্রেমে গদগদ মৌসুমী। মিলন একটু বোকা হলেও তার মনটা ভালো হওয়ায় মৌসুমী ভালোবাসে তাকে। একটু রগচটা হলেও তার রূপের মাধুর্যে মোহিত মিলন। তাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। কাজ-কর্মে মন নেই। বিয়ে করে মৌসুমীকে খাওয়াবে কী, সেটাও জানে না। তবুও মেয়েটিকে তার চাই।
সম্প্রতি এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটক ‘আরশিনগর’। এটি একটি ধারাবাহিক নাটক। এ নাটকে চরিত্রের প্রয়োজনে চুটিয়ে প্রেম করছেন মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন।
এতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘অভিনয়ের প্রয়োজনে অনেকের সঙ্গেই প্রেম করতে হয়। এবার মৌসুমী হামিদের প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। নাটকটির গল্পও বেশ ভালো। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’
মৌসুমী হামিদ বলেন, ‘মিলন ভাই আমার খুব প্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয়ের রসায়নটাও ভালো। আমার বিশ্বাস এ নাটকটিও বেশ আগ্রহ নিয়েই দর্শক দেখবেন।’ এ নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব। নাটকটির নির্মাতা জানিয়েছেন, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে ।