রাজশাহীতে পদ্মা নদীকে হুমকিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পদ্মা নদীর বক্ষে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং অবৈধ বালু ঘাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর তালাইমারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ এর আহ্বায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, স্বাধীনতা চর্চা কেন্দ্র এর আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, উপদেষ্টা আবু সুফিয়ান বাবু, সদস্য আসাদুল হক দুখু, আমিনুর রশিদ খান রুবেল। এসময় বক্তরা বলেন, পদ্মা নিয়ে খেলা করা, ব্যবসা করা বন্ধ করেন। রাজশাহীর পরিবেশকে সুস্থ্য রাখতে আমাদের সকলকে কাজ করতে হবে। পদ্মাকে হত্যা করা যাবে না। মানববন্ধন থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি লিখা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হবে।