আলীকদমে এগ্রো ইকোলজি ফোরামের ৬ মাসিক সভা অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে করিতাসের উদ্যোগে এগ্রো ইকোলজি ফোরামে ৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশ টায় আলীকদম উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা সুচনা বক্তব্যে বলেন পরিবেশ রক্ষায় কারিতাস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প চলমান থাকবে। এ প্রকল্পের অধিনে আলীকদমের প্রায় সাড়ে ছয়শ উপকারভোগী পরিবারকে কারিতাস সার, বীজ, বার্মি কম্পেষ্ট, পুকুর খনন, গরু-ছাগল ও ভেড়া বিতরণ করে আসছে। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সাথে যৌথভাবে সচেতনতা মূলক কর্মশালা, উঠান বৈঠক ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রাদন করে আসছে। বক্তারা তামাক চাষ রোধে করণীয়, জমিতে ষুসম হারে সার ও বিষ প্রয়োগ, জৈব সারের ব্যবহার এবং পেয়াজ চাষের উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ এবং এগ্রো ইকোলজি ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।