দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা ::
নেক্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর হ্যালো আই এম প্রকল্পের আয়োজনে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ডিএসকের মাতৃসদন ও ল্যাবরেটরীর হলরুমে জিও/এনজিও প্রতিনিধি,সাংবাদিক,ইউপি চেয়ারম্যান,কাজী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে প্রকল্প ব্যাবস্থাপক রুপন কুমার সরকারের সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা.মোঃ আহসান হাবীব,অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মীর মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ মোহন মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা সহকারী পরিবার পরিকলœা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কাজী সমিতির সভাপতি মোঃ আঃ রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শাহিনুর আলম সাজু, মোঃ আঃ মতিন মোতালেব,আলতাবুর রহমান কাজল প্রমুখ।