ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয় কর্তৃক ঈশ্বরদী কলেজ রোডে একটি চানাচুর ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় ১০ টিন বিষাক্ত পোড়া তেল ড্রেনে ফেলা দেয়া হয়। তদারকিমূলক বাজার অভিযান কার্যক্রমের অংশ হিসেবে অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক আব্দুস সালাম নেতৃত্বে সোমবার কলেজ রোডের ফয়সাল চানাচুর, চিড়া ও পদ্মা মুড়ি ফ্যাক্টরীতে এই অভিযান পরিচালিত হয়। এসময় ওই ফ্যক্টরীতে ১০ ড্রাম পোড়া বিষাক্ত তেল উদ্ধার করে ড্রেনে ফেলে দেয়া হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডবিধির ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক ওই ফ্যাক্টরীকে এসময় নগদ ৪০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। অভিযানের সময় পৌরসভার স্যানিটরি পরিদর্শক আবুল কায়সার সুজা ও ঈশ্বরদী থানা পুলিশ সহযোগিতা করেন ।