নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে এসডিজি বাস্তবায়নে তথ্য অধিকার আইন ২০১৯ এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা সময় মহানগরীর গনকপাড়া সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করাহয়। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার(ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মান্নান। এসময় বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার ফারুক আব্দুল মনিম, তিনি বক্তব্যে বলেন দেশকে উন্নয়নের পথে ধাবিত করতে হলে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে। স্বচ্ছতা না থাকার কারনে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। জবাবদিহিতার অভাবে সুশাসনের অভাব দেখা দিচ্ছে। সংবিধানে উল্লেখ রয়েছে জনগনই সকল ক্ষমতার উৎস। সুতরাং জনগনের যে অধিকার তা নিশ্চিত করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে।