কিশোরগঞ্জ শহরের মার্কেটের সামনে স্বর্ণের বার দেখিয়ে লাকি আক্তার (২৫) নামে এক নারীর নগদ টাকা, স্বর্ণের চেইন ও হাতের আংটি নিয়ে গেছে প্রতারক চক্র।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ শহরের ঈশা খা রোডের বনিক ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে।
প্রতারণার শিকার লাকি আক্তার জেলা শহরের আলোর মেলার বাসিন্দা সাংবাদিক মো. খায়রুল ইসলামের স্ত্রী।
সাংবাদিক মো. খায়রুল ইসলাম জানান, শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঈশা খা রোডের বনিক ভান্ডারের সামনে এক পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী আমার স্ত্রী লাকি আক্তারকে স্বর্ণের বার এবং একটি চিঠি দেখিয়ে স্বর্ণের বারটি কেনার প্রস্তাব করে। দরকষাকষির পর স্বর্ণের বারের মূল্য বাবদ নগদ ১২ হাজার টাকা, ৮ আনা ওজনের গলার স্বর্ণের চেইন ও ৪ আনা ওজনের হাতের স্বর্ণের আংটি নেয় প্রতারক চক্র। পরে আরো কিছু টাকার জন্য আমার স্ত্রী আমাকে জানালে সর্বশেষ ঘটনাস্থল কালীবাড়ী এলাকায় পৌঁছে স্ত্রীকে পাই। এর আগেই একটি নকল স্বর্ণের বার ও একটি চিঠি আমার স্ত্রীর হাতে দিয়ে প্রতারকরা পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।