অমিত শাহ’র বাড়ির সামনে থেকে প্রণব মুখার্জির মেয়েকে আটক

ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিভিন্ন রাজ্যে চলছে আন্দোলন। সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ করছেন সেখানকার স্থানীয়রা। বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলগুলো এ আইনের বিরোধিতা করে বাতিলের দাবি জানাচ্ছে। আইনের বিরোধীতা করতে দেশজুড়ে চলছে ধরপাকড়।

এবার এ নাগরিক আইনের বিরোধিতা করায় আটক করা হলো দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়েকে। তাও আবার বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গতকাল শুক্রবার প্রণব মুখার্জির মেয়ে ও দিল্লি মহিলা কংগ্রেস প্রধান শর্মিষ্ঠা মুখার্জি কিছু নেতাকর্মী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিলটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে গেলে পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে।

এদেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি ছাড়াও দিল্লি মহিলা কংগ্রেসের আরও ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মন্দির মার্গ থানায় রাখা হয়েছে।