গত কয়েকদিনের মতো আজও কুয়াশায় ঢাকা রাজধানী। এবার পৌষের শুরুতেই রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে বসেছে। তবে শীতের তীব্রতা রাজধানীতেই সবচেয়ে বেশি। আর এ কারণেই হঠাৎ চলে আসা ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে মানুষ।
আবহাওয়াবিদরা বলছেন, কয়েকদিন ধরে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম ঢাকাতেই।
এদিকে আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে রাজধানী। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ রেকর্ড করা হয়েছে যশোরে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় তুলনামূলক ঠাণ্ডা কমবে। তবে শীতের এই ধারাবাহিকতা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।
এখন শৈত্যপ্রবাহ নেই জানিয়ে তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি কিংবা এর নিচে হলে শৈত্যপ্রবাহ বলা হয়। এখন সেটি নেই।