ঈশ্বরদীতে পঁচিশ বছরের বেদখলী প্রায় বত্রিশ কোটি টাকার জমি দখল মুক্ত করেছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী::: ঈশ্বরদীর কতিপয় ভ’মি দখলকারী কর্তৃক ২৫ বছর ধরে দখলে থাকা প্রায় বত্রিশ কোটি টাকার চার দশমিক বাইশ একর জমি দখল মুক্ত করে সায়েদুননেছা ওয়াক্ফা এস্টেটের মোতাওয়ালী এসএম শরীফ রাজ্জাক জুয়েল মন্ডলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শনিবার দিন ব্যাপি মহামান্য হাই কোর্টের আদেশ ও পাবনা জেলা প্রশাসকের নির্দেশে ঈশ্বরদীর সহকারী কমিশনার(ভ’মি) মমতাজ মহল সরেজমিনে ঢোল পিটিয়ে মাপজোকের মাধ্যমে সীমানা পিলার পুঁতে ও সাইন বোর্ড ঝুলিয়ে বেদখলকৃত জমি বুঝিয়ে দেন। এ সময় ঈশ্বরদী থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও এলকবাসীরা উপস্থিত ছিলেন। বিগত পাঁচ বছরের প্রচেষ্টায় মোতাওয়ালী এসএম শরীফ রাজ্জাক জুয়েল মন্ডল এই পঁচিশ বছরের বেদখলী জমি সায়েদুননেছা ওয়াক্ফা এস্টেটের পক্ষে বুঝে পেলেন। এ ঘটনায় ওয়াক্ফা প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।