গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বীরমুক্তিযোদ্ধাগণের যুদ্ধকালিন স্মৃতি ভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন ও বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া, ভাইস চেয়াম্যান উম্মে ছালমা, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি আহসানুল হক চাঁদ, আ’লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, কমিউনিষ্ট পার্টির উপজেলা সভাপতি নুরে আলম মানিক, কৃষক নেতা সাদেকুল ইসলাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ-আল মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ। এর আগে একটি র্যালী ঢাক-ঢোল পিটিয়ে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ১৩০ জন মুক্তিযোদ্ধার মাঝে গল্পে-গল্পে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্রের সিডি তুলে দেন অতিথিবৃন্দ।