ইছামতিনদী উদ্ধার আন্দোলনের উদ্যোগে স্মারক লিপি পেশ ও গণস্বাক্ষর অভিযান

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে ৯ ডিসেম্বর জেলা প্রশাসক সহ ৪ টি দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয় এবং গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী প্রবাহমান করতে বেশ কয়েকটি দাবী সম্বলিত একটি স্মারক লিপি সকাল ১০ টায় পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর হাতে তুলে দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম ও সাধারণ সম্পদাক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন সর্ব সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগর, সাহিত্য ও বিতর্ক ক্লাব সভাপতি ড. মনছুর আলম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, বিশিষ্ট সমাজ সেবক শফি উদ্দিন মিয়া, শুচিতা নির্বাহী পরিচালক নাসরিন পারভিন, কবি ও গীতিকার মোঃ কামরুজ্জামান, সাংবাদিক তানভির ইসলাম অয়ন প্রমুখ। এর পর পাবনা পৌর মেয়র , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী এবং পরিবেশ অধিদপ্তর পাবনা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এছাড়া পাবনার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধীক মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়।