সুশিক্ষা, অপরাধমুক্ত, মাদকমুক্ত উন্নয়নশীল একটি সমাজ গঠন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখছেন, জেলার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট এলাকার-মমরুজপুর গ্রামের কৃতি সন্তান বিশিস্ট শিল্পপতি মসুদ আহমেদ। মানুষের কল্যাণে তিনি সর্বদাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুশিক্ষায় অপরাধমুক্ত, মাদকমুক্ত উন্নয়নশীল একটি সমাজ গঠন তাঁর অঙ্গিকার। সুশিক্ষার আলো জ্বালাতে নিজস্ব চেতনায় কোন প্রকার প্রচার- প্রচারনা ছাড়াই নিজ এলাকাসহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত সহযোগিতা করে আসছেন। পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগীতায় সিলেট বিভাগসহ বাংলাদেশের সকল জেলা শহরে ইংরেজী শিক্ষায় পারদর্শী করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছেন। স¤প্রতি সিলেট রোজ ভিউ হোটেলে সিটি করপোরেশন ও পোর্টসমাউথ সিটি কাউন্সিলে তিনিসহ ইউকের বিভিন্ন নামী ইউনিভার্সিটি, গ্রামার স্কুল, সেনজনস কলেজ, বিশিস্ট ডাক্তার যোগ দেন। শিল্পপতি মসুদ আহমেদ মমরুজপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- আলহাজ্ব ইদন মিয়া। সততা ও আত্মবিশ্বাস তাকে একটি সঠিক এবং কাক্ষিত অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি কৃতজ্ঞ সৃষ্টিকর্তা, পিতামাতা ও নিজ এলাকার লোকজনদের প্রতি। ব্যক্তি জীবনে তার ১ মেয়ে ডাক্তার এবং ২ ছেলে সেখানে প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। মসুদ আহমেদ, প্রেমিডেন্ট বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, পোর্টসমাউথ, প্রেসিডেন্ট মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, পোর্টসমাউথ, চেয়ারম্যান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল পোর্টসমাউথ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারর্স এসোসিয়েশন, ইউকে, প্রেসিডেন্ট অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যান্ড এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেপনস, পোর্টসমাউথ সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। নিজ জেলাশহরসহ সমগ্র দেশের মানুষ কেমন আছে জানতে ছুটে যান তাদের পাশে। খোঁজ নেন কেমন আছেন ? সাধ্যমত করেন, সাহায্য সহযোগিতা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ গরীব-দুঃখী মানুষের সুখে দুখে পাশে যান। এই যোগ্যতা, মানসিকতা ও ধৈর্য্য সবার থাকে না। এই কঠোর পরিশ্রম সবাই করতে পারে না, শিল্পপতি মসুদ আহমদ পেরেছেন, পারেন এবং পারবেন বলে ধারনা এলাকাবাসীর। স্বপ্ন সম্ভাবনা উন্নয়ন ও মানুষকে সেবা দিতে কখনও পিছপা হন না। যে কারণে তার এ মানবিক কাজের সুনাম ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলায়। সমাজে বিশেষ অবদানের প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন- মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করি। আলাহ যতদিন সহায় হন তথদিন তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন।