“কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী-রূপে শিখায় আপনে। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে” ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত।
সাঁথিয়ায় নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিষ্ণপদ ঘোষ মহাশয়ের বহির্বাটিস্থ অঙ্গনে মঙ্গলবার রাতে শ্রীমদ্ভগবত পাঠান্তে মঙ্গলঘট স্থাপন ও মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়। পরিমল চন্দ্র ঘোষ ও অখিল চন্দ্র সরকারের সার্বিক সহযোগিতায় এবং সুজন কুমার ঘোষ, শ্যামল রঞ্জন সরকার, সুধীর, মন্টু ও পালনের অনুষ্ঠান পরিচালনায় মঙ্গলবার হতে শনিবার পর্যন্ত একটানা চলবে। শুভ অধিবাস কালে উপস্থিত ছিলেন শ্রী পরিতোষ ঘোষ, শ্রী মনিন্দ্রনাথ সরকার, ননী গোপাল দাস, কৃষ্ণ চন্দ্র শর্মা, বিশ্বজিৎ শর্মা, রতন কুমার সুত্রধর, বিমল অধিকারী, নিখিল ঘোষসহ আগত ভক্তবৃন্দ।