“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার এ মেলা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, বিজ্ঞান অলিম্পিয়াড, ষ্টল পরিদর্শন ও সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, প্রভাষক আলী আকবর আকন্দ, প্রাথমকি শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভুঁইয়া, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ। তিন দিনব্যাপী (০৩-০৫) ডিসেম্বর বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল স্থান পেয়েছে।