পাবনায় এমপিও ভুক্তির দাবিতে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বেসরকারি কলেজের শিক্ষকরা।
মঙ্গলবার বেলা ১১ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে বাংলাদেশ বেসরকারি অনার্স- মাষ্টার্স শিক্ষক ফোরামের ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনের জেলার সকল উপজেলার নন এমপিও শিক্ষকরা এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন।
শিক্ষকদের দাবি-তারা শত ভাগ বৈধ শিক্ষক হওয়া সত্তে¡ও বিনা বেতনে চাকরী করে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন করে বেসরকারি কলেজের নিয়োগপ্রাপ্ত অনার্স ও মাষ্টার শিক্ষকদের অন্তভুক্ত করে অতিদ্রæত এমপিও ভুক্ত করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।
মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষকরা।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুল কাদের বিশ্বাস, সহ সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সম্পাদক প্রভাষক শাহীনুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আব্দুল হালিম, মেহেদী হাসান, প্রভাষক বাবর আলী মালিথা প্রমূখ।