পাবনায় অনুষ্ঠিত হয়েছে ’’উগ্রবাদ প্রতিরোধে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ‚মিকা’’ শীর্ষক সেমিনার। সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলী। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর সভাপতিতে ¡ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ হুমায়ূন কবির মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যমুনা টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক ছিফাত রহমান সনম, সাংবাদিক আহমেদ উল হক রানা, পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ সেলের অতিরিক্ত ডেপুটি কমিশনার আহম্মেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন এএসপি সিটিটিসি-ডিএমপি গোলাম মোর্শেদ। ’জঙ্গী দমনে’ সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখার জন্য যমুনা টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক ছিফাত রহমান সনম কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। সেমিনারে ’’উগ্রবাদ প্রতিরোধে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা’’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।